বৃষ্টির কারণে আগেরদিন ব্যাটিং থামাতে হলেও সেটি বিরাট কোহলি ও লোকেশ রাহুলের ছন্দ পতনের কারণ হয়নি। রিজার্ভ-ডে’তে পাকিস্তানি বোলারদের বিপক্ষে মারমুখী খেলেই ভারতকে পাহাড়সম রানের পথে নিচ্ছেন দুই তারকা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত টিম ইন্ডিয়ার সংগ্রহ ৩৯.৩ ওভারে ২ উইকেটে ২৫০ রান। রাহুল ৭৮ বলে ২ চার ও ২ ছক্কায় ৭১ ও কোহলি ৫৮ বলে ৫টি চারে ৫৭ রানে ক্রিজে আছেন। তৃতীয় উইকেট জুটিতে তারা অবিচ্ছিন্ন থেকে যোগ করেছেন ১২৭ রান।
মঙ্গলবার রিজার্ভ ডে’তেও চিরপ্রতিদ্বন্দ্বী দুদলের লড়াই শুরুতে বিলম্ব হয়। প্রায় পৌনে দু-ঘণ্টা পর বাংলাদেশ সময় বিকেল ৫টা ১০ মিনিটে মাঠে গড়িয়েছে খেলা। কোনো ওভার কাটা যায়নি। বৃষ্টি আর বাধা না হলে দর্শকরা দেখবে ৫০ ওভারের ম্যাচই।
রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মাঠে নেমেছিল দুদল। বৃষ্টি নামার আগে ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে ভারত। সেখান থেকেই শুরু হয়েছে ম্যাচ।
যদি রিজার্ভ-ডে’তে বৃষ্টি আবারও হানা দেয়, তাহলে সময়ের উপর নির্ভর করে ওভার কাটা হবে। সেক্ষেত্রে বৃষ্টি আইন অনুযায়ী পাকিস্তানকে লক্ষ্য বেধে দেয়া হবে। ম্যাচের ফলাফল পেতে পাকিস্তানকে অন্তত ২০ ওভার ব্যাট করাতে হবে। সেটা না হলে পয়েন্ট ভাগাভাগি করবে দুদল।







