ব্রিসবেনে টেস্টে একাদশে ছিলেন না রবীচন্দ্রন অশ্বিন। ম্যাচশেষে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে আসেন সংবাদ সম্মেলনে। সেখানেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ৩৮ বর্ষী ভারতীয় ক্রিকেটার। তাতে ইতি টানেন ভারতের জার্সিতে ১৪ বছরের বর্ণিল ক্যারিয়ারের।
অবসরের ঘোষণা দিয়ে অশ্বিন বলেছেন, ‘আমার এখানে আসার কথা ছিল না। কিন্তু একটা কথা সকলকে জানানোর জন্য এসেছি। ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে সব সংস্করণে আমার শেষ দিন এটিই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। ক্রিকেটার হিসেব যদিও কিছুটা তাড়না আমার ভেতর এখনও আছে, তবে সেটা দেখাতে চাইব আমি ক্লাব পর্যায়ের ক্রিকেটে।’
কোচ-বোর্ড ও সতীর্থদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘অবশ্যই অনেককে ধন্যবাদ জানানোর আছে। দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারব না যদি বিসিসিআই ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা না জানাই। তাদের কয়েকজনের নাম উল্লেখ করতে চাই। দীর্ঘ এই পথচলায় কোচ হিসেবে যাদেরকে পেয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, রোহিত, বিরাট, আজিঙ্কা, পুজারা…যারা ব্যাটের কাছাকাছি দাঁড়িয়ে অনেক ক্যাচ নিয়েছে এবং এত বছর ধরে আমাকে এত উইকেট নিতে সহায়তা করেছেন সবাইকে ধন্যবাদ।’
ক্যারিয়ারের শেষে অশ্বিন টেস্ট ফরম্যাটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হয়েই বিদায় নিচ্ছেন। ২৪ গড়ে ১০৬ টেস্টে ৫৩৭ উইকেট তার ঝুলিতে। ভারতের ক্রিকেটে অশ্বিনের সামনে আছেন কেবল ১৩২ টেস্ট থেকে ৬১৯ উইকেট নেয়া অনিল কুম্বলে। ৫৩৭ উইকেটের পাশাপাশি ৩ হাজার ৪৭৪ রান তার নামের পাশে। আছে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের পাশাপাশি ১১টি ম্যান অব দ্য সিরিজের বিশ্বরেকর্ড।
টি-টুয়েন্টি ও ওয়ানডেতে অনেকদিন থেকে নেই অশ্বিন। ২০২২ সালে শেষ আন্তর্জাতিক টি-টুয়েন্টি এবং গত বিশ্বকাপে খেলেন শেষ ওয়ানডে ম্যাচ। ওয়ানডেতে ১১৬ ম্যাচে ১৫৬ উইকেটের পাশাপাশি করেছেন ৭০৭ রান। টি-টুয়েন্টিতে ৬৫ ম্যাচে ৭২ উইকেটের পাশাপাশি ১৮৪ রান করেন। তিন ফরমেট মিলিয়ে অশ্বিন ৭৬৫ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৪৩৯৪ রান।









