টানা দ্বিতীয়বার ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর পদত্যাগ করেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট। এরপরই অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লি কার্সলি। এবার তার জায়গায় পূর্ণ মেয়াদে কোচ নিয়োগ দিয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
এফএ বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘অ্যাশলে কোল পূর্ণকালীন জাতীয় কোচ হিসেবে এফএতে যোগ দিয়েছেন। ইংল্যান্ড লিজেন্ড, যিনি দেশের হয়ে ১০৭ ম্যাচ খেলেছেন, থ্রি লায়ন্সদের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি বার্মিংহাম সিটিতেও অবদান রেখেছিলেন। এবার তিনি শুধু ইংল্যান্ডের সঙ্গে কাজ করবেন। লি কার্সলিকে সহায়তা করে যাবেন ৪৩ বছর বয়সী।’
ইংল্যান্ডের জার্সিতে পাঁচটি বড় টুর্নামেন্টে খেলা কোল ২০১৪ বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান। এই সময়ে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে একবার করে কোয়ার্টার ফাইনালে খেলেছিল থ্রি লায়ন্সরা। তখন কোচ ছিলেন সোভেন গোরান এরিকসন, গত মাসে যিনি মারা গেছেন।








