সড়ক দুর্ঘটনায় আক্রান্ত হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা আশীষ বিদ্যার্থী। সঙ্গে ছিলেন তার স্ত্রী রূপালী বড়ুয়া। শুক্রবার (২ জানুয়ারি) গুয়াহাটির গীতানগরের জু রোডে হঠাৎ করে সড়ক দুর্ঘটনায় আক্রান্ত হন তারা।
জানা গেছে, দুর্ঘটনার রাতে স্ত্রীকে নিয়ে অভিনেতা নৈশভোজ সারতে গিয়েছিলেন। নৈশ ভোজ সেরে রাস্তা পার হতে গিয়েই ঘটে যায় এই দুর্ঘটনা। তবে পরে একটি ভিডিও করে অভিনেতা সকলকে জানান নিজের সুস্থতার কথা।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা, যেখানে তিনি বলেন, আমি এবং রুপালি দুজনেই ভালো আছি। আপনারা দুশ্চিন্তায় আছেন তাই আপনাদের জানানো খুব প্রয়োজন যে আমরা দুজনেই ভালো আছি। তবে রুপালি এখন চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে। আহত বাইক চালকেরও খোঁজ নিয়েছি আমরা। উনিও আগের থেকে ভালো আছেন। জ্ঞান ফিরেছে।
কী ঘটেছিল? যতটুকু জানা গেছে, ওই বাইক চালক খুব দ্রুতগতিতে বাইক চালাচ্ছিলেন। অন্যদিকে রাস্তা পার হচ্ছিলেন তারকা দম্পতি। দ্রুত গতিতে বাইক থাকার কারণে ব্রেক মারতে পারেননি তিনি। টাল সামলাতে না পেরে আশীষ বিদ্যার্থী এবং রূপালী বড়ুয়াকে ধাক্কা মারেন ওই ব্যক্তি। খবর পেয়ে এই ঘটনাস্থলে পৌঁছে যান গীতানগর থানার পুলিশ। উদ্ধার করে সকলকে।









