বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আশীষ বিদ্যার্থী ৫৭ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন। এতে নেটিজেনদের কটাক্ষের শিকার হচ্ছেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নেটিজেনদের এমন প্রতিক্রিয়ার জবাব দিলেন অভিনেতা।
ইন্ডিয়া টুডে-তে দেয়া সাক্ষাৎকারে আশীষ বিদ্যার্থী বলেন, “আমাকে নিয়ে লেখা হয়েছে ‘বৃদ্ধ এবং জরাজীর্ণ’। এছাড়াও অনেক বাজে কথা লেখা হয়েছে। মজার বিষয় হলো সকলেই একসময় বৃদ্ধ হবে।”
অভিনেতা আরও বলেন, ‘বয়স হয়েছে বলে কি অসুখী হয়ে মরতে হবে? কেউ যদি সঙ্গী চায় তাতে দোষ কী?’
তিনি আরও বলেন, ‘এই দেয়াল কি আমরা সবার জন্য তৈরি করছি? আইন মানছি, আইনগতভাবে কাজ করছি, কর পরিশোধ করছি এবং কঠোর পরিশ্রম করছি। আইনগত ভাবে বিয়ে করে কারো সঙ্গে পরিবার গঠন করে ভালোবাসার সাথে বসবাস করতে চাইলে সমস্যা কোথায়? এটি এমন একটি বিষয় যেটাতে একে অপরের পেছনে না লেগে সমর্থন করা উচিত।’
২৫ মে কলকাতায় দ্বিতীয় বিয়ে করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আশীষ বিদ্যার্থী। তার স্ত্রী রূপালি বড়ুয়া (৫০) আসামের মেয়ে। কলকাতার একটি নামকরা ফ্যাশন হাউসে কর্মরত আছেন তিনি।
আশিস বিদ্যার্থীর প্রাক্তন স্ত্রী অভিনেত্রী-গায়িকা রাজোশি বড়ুয়া। ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয়ে গেছে। এই জুটির একটি ছেলে সন্তান রয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস







