টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ এলাকায় ঈদুল আজহার দিন থেকে জেলা পরিষদের কমিউনিটি সেন্টার কাম মাল্টিপারপাস হলে চলছিল নতুন বাংলা চলচ্চিত্র ‘তাণ্ডব’ এর প্রদর্শনী। স্থানীয় সাংস্কৃতিক কর্মী কামরুজ্জামান (সাইফুল) ও সাজু মেহেদীর উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনী হুমকির মুখে বন্ধ হয়ে গেছে মাত্র কয়েকদিনের মধ্যেই।
‘তাণ্ডব’ সিনেমা প্রদর্শনের বিরুদ্ধে ‘পারকি ইউনিয়ন ওলামা পরিষদ’-এর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। যেখানে সিনেমাকে ‘অসাংস্কৃতিক’ বলে দাবি করা হয়। শুধু তাই নয়, প্রশাসনের কাছে বন্ধের জন্য লিখিত আবেদনও করেন তারা। পরবর্তীতে আয়োজকরা নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে প্রদর্শনী বন্ধের সিদ্ধান্ত নেন।
এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। দেশের সংস্কৃতি অঙ্গনের মানুষজন ও সিনেপ্রেমীরা এই ঘটনায় চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন। কেউ কেউ এটিকে সাংস্কৃতিক মুক্তচিন্তার উপর ‘মবের একতরফা দখলদারি’ হিসেবে অভিহিত করছেন।
এ প্রেক্ষাপটে এবার মুখ খুলেছেন পরিচালক আশফাক নিপুণ। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। নিপুন প্রধান উপদেষ্টার ফেসবুক পেজকে মেনশন দিয়ে ওই পোস্টে লেখেন—“অতি সম্প্রতি তৌহিদী জনতার হুমকির কারণে টাঙ্গাইলের কালিহাতিতে ‘তাণ্ডব’ সিনেমা প্রদর্শন বন্ধ, সিলেটে পর্যটন কেন্দ্র বন্ধ আর আপনি এখনো পড়ে আছেন চট্টগ্রাম বন্দর নিয়ে? বন্দরের ব্যাপারে যেভাবে যেকোন প্রতিরোধ মোকাবেলার ঘোষণা আসে আপনার কাছ থেকে, মব নিয়ন্ত্রণের ব্যাপারে সেরকম কঠোর প্রতিরোধের ঘোষণা কবে আসবে আপনার কাছ থেকে?”
এসময় নিপুন বলেন,“অবিলম্বে কালিহাতিতে ‘তাণ্ডব’ প্রদর্শনের ব্যবস্থা করেন, যেকোন পর্যটন কেন্দ্র, পাবলিক প্লেসকে ঝুঁকিমুক্ত করার ব্যবস্থা করেন এবং সবার আগে মবের উল্লম্ফন বন্ধ করেন। গত ১০ মাসে এটা না করতে পারার কাফফারা হিসেবে আগামী ১০ মাস আপনার মূল কাজ হওয়া উচিত এটা।”
নিপুনের এই বক্তব্য ইতোমধ্যেই নানা মহলে আলোড়ন তুলেছে। সংস্কৃতিকর্মীরা বলছেন, একটি বৈধ, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে অনুমতি পাওয়া ও বিনোদননির্ভর চলচ্চিত্রকে এইভাবে মব প্রেশারে বন্ধ করে দেওয়া সাংস্কৃতিক অগ্রযাত্রার জন্য হুমকিস্বরূপ।
দেশের ১৩৩টি প্রেক্ষাগৃহে ঈদের দিন থেকে চলছে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’। এতে অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেনসহ দেশের নামকরা সব তারকা অভিনয়শিল্পীরা।









