অ্যাশেজের প্রথম টেস্টে যেন সর্ব কর্ম সাধন করেছেন প্যাট কামিন্স ও নাথান লায়ন। নবম উইকেট জুটিতে ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়েছেন। ম্যাচসেরা পারফরম্যান্স অবশ্য বাঁহাতি ওপেনার উসমান খাজার। অস্ট্রেলিয়ার আরেকটি স্মরণীয় জয়ের পর তিনি বলছেন, এজবাস্টনে জীবনের সেরা ম্যাচটা খেলেছেন।
‘এসসিজির ইনিংস ছিল বিশেষ কিছু, এটা ছিল অপ্রত্যাশিত।’ অস্ট্রেলিয়ার নাটকীয় জয়ের পর খাজার অনুভূতি এমনই।
‘আমার মাথায় ঘুরছিল আমার ক্যারিয়ার শেষ হয়েছে। আমি এটা এক মিলিয়ন বার বলেছি নিজেকে, কিন্তু ঘটনা এটাই। ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে এটাকে পরাজিত করা কঠিন, কিন্তু দলীয় দৃষ্টিকোণ থেকে এ জয় আমার জীবনের সবচেয়ে প্রিয় হয়ে থাকবে।’
‘খেলার ধারা যেভাবে প্রবাহিত হয়েছে, যেভাবে তারা ফিরে এসেছে, যেভাবে আমরা পাল্টা আক্রমণ করেছি, দেখে মনে হচ্ছিল এক ঘণ্টার মধ্যে আমরা হেরে যাবো। কিন্তু এভাবে ফিরে এসে জেতা, আমার জীবনের সেরা ম্যাচ হয়ে থাকবে।’
৩৬ বর্ষী খাজা প্রথম ইনিংসে সেঞ্চুরিতে ১৪১ রান করেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের আসা-যাওয়ার মাঝে ডেভিড ওয়ার্নার, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারির সাথে ছোট ছোট জুটি গড়ে একপ্রান্ত আগলে রেখে ৬৫ রান করেন। দুই ইনিংসের দৃঢ়তায় হয়েছেন ম্যাচসেরা।
শেষদিকে কামিন্স ও লায়নের দৃঢ়তায় সিরিজের প্রথম টেস্টে জয় তুলেছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ১-০ এগিয়ে গেছে কামিন্সের অস্ট্রেলিয়া।







