ম্যানচেস্টার টেস্টের তৃতীয় দিনে জনি বেয়ারস্টোর ঝড়ো ব্যাটিংয়ে প্রথম ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে ইংল্যান্ড। ২৭৫ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা জেগেছে অস্ট্রেলিয়ার। মার্ক উডের দাপুটে বোলিংয়ে তৃতীয় দিন শেষে ১৬২ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া, হাতে উইকেট রয়েছে ৬টি।
সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ৩১৭ রানে থামায় ইংল্যান্ড। জবাবে নেমে প্রথম ইনিংসে ২৭৫ রানের লিড নিয়ে তৃতীয় দিন ৫৯২ রানে অলআউট হয় স্বাগতিক দল। জবাবে নেমে ৪ উইকেটে ১১৩ সংগ্রহ করে দিন শেষ করে অস্ট্রেলিয়া।
ওল্ড ট্রাফোর্ডে ৬ উইকেট হাতে রেখে ৩৮৪ রানে তৃতীয় দিন শুরু করে ইংল্যান্ড। বেন স্টোকস ও হ্যারি ব্রুক ফিফটির ইনিংস খেলার পর ফিরে যান। বেন স্টোকস করেন ৫১ রান, হ্যারি ব্রুক ৬১।
পরে ঝড় তোলেন জনি বেয়ারস্টো। ইংলিশদের সবকটি উইকেট পতনের পর আক্ষেপ নিয়ে ক্রিজ ছাড়েন বেয়ারস্টো। ১০ চার ও ৪ ছক্কায় ৮১ বলে ৯৯ রান করে অপরাজিত ছিলেন।
অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজেলউড নেন পাঁচ উইকেট। দুটি করে উইকেট নেন ক্যামেরুন গ্রিন ও মিচেল স্টার্ক।
দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে মার্ক উডের দুর্দান্ত বোলিংয়ে ধারাবাহিকভাবে উইকেট হারায় অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশেন ছাড়া কেউই টিকতে পারেননি দীর্ঘক্ষণ। তিনি অপরাজিত আছেন ৪৪ রানে। সঙ্গী হয়ে চতুর্থ দিন শুরু করবেন মিচেল মার্শ। ব্যাটারদের মধ্যে উসমান খাজা করেন ১৮ রান, ডেভিড ওয়ার্নার ২৮ রান ও স্টিভেন স্মিথ করেন ১৭ রান।
ইংল্যান্ডের হয়ে মার্ক উড নেন তিন উইকেট। অপর উইকেটটি নেন ক্রিস ওকস।







