Site icon চ্যানেল আই অনলাইন

শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় অ্যাশেজ

আক্রমণাত্মক ক্রিকেট খেলে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনেও এগিয়ে ছিল ইংল্যান্ড। অজিদের ৭ রান পিছিয়ে রেখেই অলআউট করে বেন স্টোকেসর দল। পরে ব্যাটে নেমে চতুর্থ দিনে এসে অস্ট্রেলিয়াকে জয়ের জন্য লক্ষ্য দিয়েছে ২৮১ রান। সেই রান টপকাতে নেমে ১০৭ রানে ৩ উইকেট হারিয়েছে ডেভিড ওয়ার্নের দল। শেষ দিনের রোমাঞ্চে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ১৭৪ রান।

তৃতীয়দিন অস্টেলিয়াকে ৩৮৬ রানে অলআউট করার পর ৭ রানে এগিয়ে থাকে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ২ উইকেটে ২৮ রান সংগ্রহ করে দিন শেষ করে তারা। চতুর্থ দিনে ব্যাটে নামার পর প্যাট কমিন্স ও নাথান লায়নের দুর্দান্ত বোলিংয়ে ইংলিশদের ইনিংস থামে ২৭৩ রানে। স্বাগতিক ব্যাটারদের মধ্যে জো রুট (৫৫ বলে ৪৪), হ্যারি ব্রুক (৫২ বলে ৪৬) ও বেন স্টোকস (৬৬ বলে ৪৩) ছাড়া কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি।

অজিদের হয়ে প্যাট কমিন্স ও নাথান লায়ন নিয়েছেন চারটি করে উইকেট।

জবাবে ব্যাটে নেমে ৩ উইকেটে ১০৭ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ফিরেছেন ৫৭ বলে ৩৬ রানে। মার্নাস লাবুশেন করেছেন ১৫ বলে ১৩ রান, স্টিভেন স্মিথ ফিরেছেন ১৩ বলে ৬ রানে।

৮১ বলে ৩৪ রান করে অপরাজিত রয়েছেন উসমান খাজা। তাকে সঙ্গ দিচ্ছেন ১৯ বলে ১৩ রান করা স্কট বোলান্ড। ইংল্যান্ডের হয়ে দুটি উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড।

এরআগে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩৯৩ রান করে অস্ট্রেলিয়াকে ব্যাটে পাঠায় ইংল্যান্ড। পরে উসমান খাজার শতকে প্রথম ইনিংসে ৩৮৬ রান করে সফরকারী দলটি।

Exit mobile version