তফসিল ঘোষণার পর থেকেই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শুরু হয়েছে তোড়জোর। আওয়ামী লীগের মনোনয়ন পেতে সংস্কৃতি ও বিনোদন জগত থেকে বেশকিছু তারকা মুখের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত দলের চূড়ান্ত মনোনয়ন পেলেন হাতে গোনা কয়েকজন।
এরমধ্যে চিত্রনায়ক ফেরদৌস দেশের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী দলের হয়ে প্রথমবার জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। তিনি নৌকার টিকেট পেয়েছেন ঢাকা-১০ আসন থেকে।
তবে আগের মতোই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিচ্ছেন বিনোদন জগতের দুই তারকা মুখ অভিনয়শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এবং সংগীতশিল্পী মমতাজ বেগম।
এরমধ্যে নীলফামারি-২ আসন থেকে আসাদুজ্জামান নূর এবং মানিকগঞ্জ-২ আসন থেকে সংগীতশিল্পী মমতাজ বেগম নৌকার মনোনয়ন পেয়েছেন।
আসাদুজ্জামান নূর আওয়ামী লীগ থেকে টানা ৫ম বারের মতো জাতীয় নির্বাচনে লড়াইয়ের টিকেট পেলেন। এরআগে ৪বারই তিনি জয়লাভ করেন।
অন্যদিকে সংগীতশিল্পী মমতাজ ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। ২০১৪ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান। ২০১৮ সালের নির্বাচনেও তিনি বিজয়ী হন। টানা তৃতীয়বার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেন এই শিল্পী।
রবিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ৩০০ সংসদীয় আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।







