সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
আজ ১৬ সেপ্টেম্বর সোমবার বিকেলে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হলে শুনানি শেষে আদালত এই নির্দেশ দিয়েছে।
রাজধানীর বেইলি রোড থেকে রোববার রাতে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে এবং সেগুনবাগিচা এলাকা থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় মিরপুর থানার মামলায় তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ।
তবে আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, রাজনৈতিক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।









