আইসিসির এলিট প্যানেলভুক্ত সাবেক পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফ (৬৬) মারা গেছেন।
বুধবার লাহোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রউফ ৬৪টি টেস্টে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ৪৯টিতে তিনি মাঠে এবং বাকি ১৫ টেস্টে টিভি আম্পায়ার ছিলেন। পাশাপাশি ১৩৯ ওয়ানডে ও ২৮ টি-টুয়েন্টি ম্যাচেও তিনি আম্পায়ারিং করেন।
২০০৪ সালে প্রথম কোনো ওয়ানডে ম্যাচে রউফ আম্পায়ারের দায়িত্ব পালন করেন। পরের বছর টেস্টেও তিনি সুযোগ পান। এরপর ২০০৬ সালে তিনি আইসিসির এলিট প্যানেলে জায়গা পান। নিরপেক্ষ আম্পায়ার যুগের আগে পাকিস্তানি আম্পায়ারদের মধ্যে তার সুনাম ছিল।
তবে ২০১৩ সালে আকস্মিকভাবে তার ক্যারিয়ার থেমে যায়। আইপিএল স্পট-ফিক্সিং কেলেঙ্কারির তদন্তে মুম্বাই পুলিশ তাকে ওয়ান্টেড আসামি হিসেবে চিহ্নিত করে। সেবার আইপিএলে আম্পায়ারিং করা রউফ টুর্নামেন্ট শেষের আগেই ভারত ছেড়ে চলে যান। পরে চ্যাম্পিয়ন্স ট্রফির আম্পায়ারদের তালিকা থেকে আইসিসি তার নাম কেটে দেয়। একইসঙ্গে এলিট প্যানেল থেকেও বাদ পড়েন। পরে অবশ্য আইসিসি জানায় তদন্তে রউফের নাম আসার জন্য তাকে বাদ দেয়া হয়নি।
আসাদ অবশ্য আত্মপক্ষ সমর্থন করে জানিয়েছিলেন, আকসুর তদন্তেও তিনি সহযোগিতা করতে প্রস্তুত আছেন। ২০১৬ সালে বিসিসিআই তাকে দুর্নীতি ও অসদাচরণের চারটি অভিযোগের দায়ে ৫ বছরের নিষেধাজ্ঞা দেয়।
আম্পায়ারিং শুরুর আগে রউফ ছিলেন ক্রিকেটার। মিডল-অর্ডার ব্যাটার হিসেবে তিনি পাকিস্তানে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। ন্যাশনাল ব্যাংক এবং রেলওয়ে দলের হয়ে ৭১টি প্রথম-শ্রেণির ম্যাচে তার গড় ২৮.৭৬।







