প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যখন জাতীয় নির্বাচনের কথা বলবেন, সে সময় নির্বাচন করতে প্রস্তুত রয়েছি। সুষ্ঠু নির্বাচনের সম্পন্ন করার প্রথম দিন থেকেই কাজ করছে কমিশন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এসব বলেন তিনি।
সিইসি বলেন, ন্যায্যতার ভিত্তিতি সীমানা নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে, স্থানীয় নির্বাচন নিয়ে আপাতত ভাবছি না।
তিনি আরও বলেন, দরকার পরলে রাজনৈতিক দলের সাথে আলোচনা করবো আমরা। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা, সেটি নিয়ে কিছু বলতে পারছিনা। তাদের নিয়ে আগে রাজনৈতিক ফয়সালা হোক।









