নতুন বছরের শুরু থেকে বলিপাড়ায় হাওয়ায় ভাসছিল নোরা ফাতেহি ও শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রেমের গুঞ্জন। সেই গুঞ্জনের মাঝেই এবার পাকিস্তানি অভিনেত্রী সাদিয়া খানের সঙ্গে প্রেমের ইঙ্গিত মিললো আরিয়ান খানের।
মূলত পাকিস্তানি অভিনেত্রী সাদিয়া খানের সঙ্গে আরিয়ানের একটি ছবি নেট দুনিয়ায় ঝড় তুলেছে। ছবিটিতে সাদিয়াকে দেখা গেছে কালো রঙের পোশাকে। অপরদিকে আরিয়ানের পরনে লাল টি-শার্ট ও সাদা জ্যাকেট। সাদিয়া নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি শেয়ার করেছেন।
ছবিটি যে নতুন বছর উদযাপনের সময় তোলা, সেটিও জানিয়েছেন সাদিয়া। এরপর থেকে অনেকে অনুমান করছেন, এই পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে হয়তো প্রেম করছেন আরিয়ান। যদি এ বিষয়ে দুজনের কেউই এখনও মুখ খুলেননি।
৩৫ বছর বয়সী সাদিয়া পাকিস্তানের টিভি ও সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। ‘খুদা অওর মোহাব্বত’-এর প্রথম ও দ্বিতীয় সিজনে ‘ইমান’ চরিত্র করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। তবে কয়েক বছর ধরেই অভিনয়ে অনিয়মিত সাদিয়া। শেষবার তাকে দেখা গিয়েছিল ২০১৮ সালে মুক্তি পাওয়া সিরিয়াল ‘মরিয়ম পেরিয়েরা’-তে।
এদিকে বলিউডে অভিষেক নিয়ে গুঞ্জন থাকলেও গত বছরই জানা গেছে, অভিনয়ের চেয়ে ক্যামেরার পেছনে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আরিয়ান। শিগগিরই চিত্রনাট্যকার হিসেবে অভিষেক হবে তাঁর।
সূত্র: পিঙ্কভিলা



![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2026/01/Picsart_26-01-20_12-20-02-008-120x86.jpg)



