পেন পিন্টার পুরস্কার জিতেছেন বুকার পুরস্কার জয়ী ভারতীয় লেখক অরুন্ধতী রায়। ভারতে মানবাধিকার সংক্রান্ত সমস্যাগুলোর পাশাপাশি বিশ্বব্যাপী যুদ্ধ এবং পুঁজিবাদের বিপক্ষে তার অনেক লেখা রয়েছে।
বিবিসি জানিয়েছে, নাট্যকার হ্যারল্ড পিন্টারের স্মরণে দেওয়া এই পুরস্কারটি ‘অসামান্য সাহিত্যিক যোগ্যতার’ ভিত্তিতে লেখকদের দেয়া হয়ে থাকে। আগামী ১০ অক্টোবর একটি অনুষ্ঠানে অরুন্ধতী রায়ের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।
পেন কমিটির চেয়ার রুথ বোর্থউইক অরুন্ধতী রায়কে বুদ্ধি এবং সৌন্দর্যের মিশ্রণে ‘অবিচারের গল্প’ তুলে ধরার জন্য ব্যাপক প্রশংসা করে বলেছেন, তিনি সত্যিই একজন আন্তর্জাতিক মানের চিন্তাবিদ এবং তার শক্তিশালী কণ্ঠস্বরকে স্তব্ধ করা যাবে না।
অরুন্ধতী রায় বলেছেন, এই পুরস্কার পেয়ে তিনি খুব আনন্দিত। যদি হ্যারল্ড পিন্টার আজ আমাদের মাঝে থাকতেন তাহলে বিশ্বের অনেক কিছু নিয়েই কথা বলতেন। যেহেতু তিনি নেই, তাই আমাদের মধ্যে কাউকে না কাউকে তার স্থান পূর্ণ করতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
৬২ বছর বয়সী অরুন্ধতী রায় একজন স্পষ্টভাষী লেখক। ১৯৯৭ সালে তিনি বুকার পুরস্কার জিতেছিলেন। ২০১০ সালে কাশ্মীর সম্পর্কে মন্তব্য করার জন্য সম্প্রতি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।









