প্যারিস অলিম্পিকে দশম দিনে আর্টিস্টিক জিমন্যাস্টিকসের ব্যক্তিগত প্যারালাল বারস ইভেন্টে স্বর্ণ জিতেছেন চীনের জু জিংউয়ান।
এ ইভেন্টে ইতিহাস গড়েছেন চীনের তারকা। ১৯৭৬ সালের পর এ ইভেন্টে পরপর দুবার পদক জিতে ইতিহাসের অংশ হয়েছেন জু। স্কোর করেছেন ১৬.২০০।
ইভেন্টে রৌপ্যপদক জিতেছেন ইউক্রেনের ইলিয়া কোভতুন। স্কোর করেন ১৫.৫০০। ২০১৬ সালের পর অলিম্পিকের এ ইভেন্টে এটি ইউক্রেনের প্রথম পদক। ব্রোঞ্জপদক জিতেছেন জাপানের ওকা শিনোসুকে, স্কোর ১৫.৫০০।









