প্যারিস অলিম্পিকে দশম দিনে আর্টিস্টিক জিমন্যাস্টিকসে মেয়েদের ফ্লোর এক্সারসাইজে সোনা জিতেছে ব্রাজিল। ব্যালান্স বিমে সোনা জিতেছে ইতালি। ছেলেদের হরাইজন্টাল বারে সোনা গেছে জাপানের ঘরে।
ফ্লোর এক্সারসাইজে ব্রাজিলকে সোনা এনে দিয়েছেন রেবেকা আন্দ্রাদে। ১৪.১৬৬ স্কোর গড়ে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে জিমন্যাস্টিকসের এ ইভেন্টে সোনা জিতলেন রেবেকা। অলিম্পিকে ব্রাজিল অ্যাথলেটের ষষ্ঠ পদক এটি। ১৪.১৩৩ স্কোর নিয়ে রৌপ্য জিতেছেন যুক্তরাষ্ট্রের তারকা জিমন্যাস্ট সিমোন বাইলস। ১৩.৭৬৬ স্কোর নিয়ে ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের আরেক তারকা জর্ডান চিলেস।
মেয়েদের ব্যালান্স বিমে ইতালিকে সোনা এনে দিয়েছেন এলিস ডি’আমাতো। ১৪.৩৬৬ স্কোর গড়ে মেয়েদের জিমন্যাস্টিকসে ইতালির হয়ে প্রথম অলিম্পিক সোনা জেতার রেকর্ড গড়লেন তিনি। ১৪.১০০ স্কোর গড়ে রৌপ্য জিতেছেন চীনের ঝোউ ইয়াকিন। ১৪.০০০ স্কোর নিয়ে ব্রোঞ্জ জিতেছেন ইতালির মানোলো এসপোসিতো।
ছেলেদের হরাইজন্টাল বারে ১৪.৫৩৩ স্কোর গড়ে সোনা জিতেছেন জাপানের ওকা সিনুসুকি। প্যারিস ওকার চতুর্থ পদক এটি। ১৪.৫৩৩ স্কোর গড়ে রৌপ্য জিতে কলম্বিয়াকে প্রথম অলিম্পিক পদক এনে দিয়েছেন অ্যাঞ্জেল বারায়াস। যৌথভাবে ব্রোঞ্জ জিতেছেন চীনের ঝ্যাং বোয়েং ও চাইনিজ তাইপের ট্যাং চিয়া হুন। দুজনেই ১৩.৯৬৬ স্কোর গড়েছেন। এই ইভেন্টে চাইনিজ তাইপের প্রথম পদক এটি।









