প্যারিস অলিম্পিকে জিমন্যাস্টিকসে দারুণ করছেন সিমন বাইলস। মেয়েদের ভল্ট ফাইনালে আসরে চ্যাম্পিয়ন হয়ে আসরে নিজের তৃতীয় সোনার দেখা পেয়েছেন তারকা জিমন্যাস্টিকস। ছেলেদের জিমন্যাস্টিকস ফ্লোর এক্সারসাইজে ফিলিপাইনের প্রথম পুরুষ অ্যাথলেট হিসেবে সোনা জিতে ইতিহাস গড়েছেন কার্লোস এদ্রিয়েল ইয়ুলো।
মেয়েদের ভল্ট ফাইনালে ১৫.৩ পয়েন্ট নিয়ে সোনা জেতেন যুক্তরাষ্ট্র তারকা। রৌপ্য জিতেছেন ২০২১ সালে টোকিওতে সোনা জেতা ব্রাজিলের রেবেকা আন্দ্রেদে। ১৪.৯৬৬ পয়েন্ট পেয়েছেন তিনি। ১৪.৪৬৬ পয়েন্ট নিয়ে রৌপ্য জিতেছেন যুক্তরাষ্ট্রের আরেক অ্যাথলেট জেইড ক্যারি।
প্যারিসে অলিম্পিকে ফিলিপাইনকে প্রথম সোনা এনে দেয়া ইয়ুলো ১৫.০০ স্কোর গড়েন। অলিম্পিকে সোনা জেতা ফিলিপাইনের দ্বিতীয় অ্যাথলেট তিনি। এর আগে ২০২১ সালে টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন হিদিলিন দিয়াজ। ইভেন্টে রৌপ্য জিতেছেন ইসরায়েলের আরতেম ডোলগোপিয়াত ও ব্রোঞ্জ জিতেছেন গ্রেট ব্রিটেনের জেইক জারম্যান।
আর্টিস্টিক জিমন্যাস্টিকসে ছেলেদের পোমেল হর্সে সোনা জিতেছেন আয়ারল্যান্ডের রাইস ম্যাক ক্লেনাগান। রৌপ্য জিতেছেন কাজাখস্তানের নারিমান কুরবানোভ। ব্রোঞ্জ গেছে যুক্তরাষ্ট্রের স্টেফেন নিদোরসিকের হাতে।









