অসুস্থ হয়ে প্রায় দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। আর ২৯ মে থেকে ছিলেন লাইফ সাপোর্টে। এমন খবরে শোবিজের সহকর্মীরা সীমানাকে নিয়ে দিচ্ছিলেন একের পর এক পোস্ট। সবার কাছে সীমানার জন্য চাইছিলেন দোয়া।
অন্যদিকে কোনো মিরাকল না ঘটলে দুঃসংবাদের জন্য প্রস্তুত থাকতে অভিনেত্রীর পরিবারকে জানিয়ে দিয়েছিলেন চিকিৎসকরা। না, কোনো মিরাকল ঘটেনি। মঙ্গলবার (৪ জুন) ভোর ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন ‘দারুচিনি দ্বীপ’ এর সীমানা! তার প্রয়াণে শোকার্ত নাটক, সিনেমা অঙ্গনের মানুষ। সীমানার চলে যাওয়ার দিনে স্মৃতিচারণে মগ্ন তারা…
শাহনাজ খুশী, অভিনয়শিল্পী
আহসান হাবীব নাসিম, অভিনেতা
রওনক হাসান, অভিনেতা
চয়নিকা চৌধুরী, নির্মাতা
চঞ্চল চৌধুরী, অভিনেতা
মৌসুমী নাগ, অভিনেত্রী
গোলাম ফরিদা ছন্দা, অভিনেত্রী
রত্না, চিত্রনায়িকা
রুনা খান, অভিনেত্রী
তাহমিনা সুলতানা মৌ, অভিনেত্রী
দীপু হাজরা, নাট্য নির্মাতা
মুরাদ পারভেজ, নির্মাতা
নিপুন, চিত্রনায়িকা
রুহি, অভিনেত্রী
আনিকা কবির শখ, অভিনেত্রী
সতীর্থ রহমান, অভিনেতা
মাহমুদ মানজুর, গীতিকার
রবিউল ইসলাম জীবন, গীতিকার








