ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার বন্দনায় মেতেছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে আর্সেনালকে বেশ শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবেও দেখছেন স্প্যানিয়ার্ড কোচ। প্রিমিয়ার লিগে শেষ পাঁচ ম্যাচে গানার্সদের বিপক্ষে জয়ের দেখা পায়নি সিটি।
গত মৌসুমে শেষ দেখায় আর্সেনালের মাঠে ৫-১ ব্যবধানে হারে সিটি। শেষ ম্যাচের স্মৃতি নিয়ে গার্দিওলা বলেছেন, ‘শেষ ১৫-২০ মিনিট পুরোটাই বিপর্যয় ছিল। তাদের স্কোয়াড বিস্ময়কর ছিল। বড় জয় তাদের জন্য সহজ ছিল।’
‘গত চার-পাঁচ মৌসুমে আর্তেতা দলবদলে বেশ ভালো ফুটবলার নিয়ে দল সাজিয়েছেন। ধাপে ধাপে তারা নিজেদের শক্তিমত্তা বাড়িয়েছেন। শেষ মৌসুমেও ইউরোপ সেরার লড়াইয়ে সেরাটা দেখিয়েছে তারা।’
মিকেল আর্তেতা একসময় ছিলেন গার্দিওলার সহকারী হিসেবে। আর্তেতাকে বর্তমান আর্সেনালের কোচ হিসেবে অসাধারণ বলেছেন সিটি বস। রোববার প্রিমিয়ার লিগে আবারো মুখোমুখি হতে চলেছে দুদল।









