আর্সেনালের সঙ্গে আগের ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে গোল করে জয়বঞ্চিত করেছিল ম্যানচেস্টার সিটি। ওই ম্যাচের পর সিটি ফরোয়ার্ড আর্লিং হালান্ডের মুখে শোনা গিয়েছিল চলতি মৌসুমের সবচেয়ে আলোচিত শব্দ ‘স্টে হাম্বল’, যার অর্থ দাঁড়ায় ‘বিনয়ী থাকুন’। আর্সেনাল কোচ মিকেল আর্তেতাকে সেকথা বলার পর থেকেই ফুটবল দুনিয়াতে যেটি আলোচিত শব্দের একটি হয়ে ওঠে। গানাররা সেটাই যেন শেখাল পেপ গার্দিওলার দলকে।
ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরতি লেগে আবার যখন আর্সেনাল-ম্যানসিটি মুখোমুখি, এই ‘বিনয়ী থাকুন’ বার্তাটি বাতাসে ভাসছিল ব্যাপক আকারে। ম্যাচ শেষে আর্সেনাল আর্লিং হালান্ডকে ফিরিয়ে দিয়েছে তারই কথা। ৫-১ গোলে গানাররা রীতিমত বিধ্বস্ত করেছে সিটিজেনদের।
ম্যাচ শেষে আর্সেনাল কোচ আর্তেতা বলেছেন, ‘এটি আমাদের জন্য একটি দুর্দান্ত দিন, বিশেষ করে খেলাটি জেতার কারণে। ম্যাচজুড়ে আমরা কিছু সুন্দর গোলা করেছি। এই জয় আমাদের জন্য খুবই দরকার ছিল, আমি সন্তুষ্ট।’
‘ম্যানসিটিকে হারাতে হলে আপনার ব্যক্তিগত বড় পারফরম্যান্সের প্রয়োজন। মাইলস অবশ্যই তাদের মধ্যে একজন, তিনি যে পরিপক্বতা দেখিয়েছেন সেটি দারুণ ও প্রতিযোগিতামূলক। সে-ই সেই ব্যক্তিত্ব দেখিয়েছে এবং দারুণ করেছে।’
আর্সেনালের বিপক্ষে লিগে টানা চার ম্যাচে জয়হীন সিটি ছয় ম্যাচ পরে হারল প্রিমিয়ার লিগে। ২৪ ম্যাচে সিটির ৪১ পয়েন্ট নিয়ে চারে সিটি। সমান ম্যাচে দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৫০। এক ম্যাচ কম খেলে লিভারপুল ৫৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে আর্সেনাল ও সিটির মাঝে আছে নটিংহ্যাম ফরেস্ট।









