বক্সিংডের পরে মাঠে নেমে এমিরেটস স্টেডিয়ামে ব্রাইটন এন্ড হোভ অ্যালিবয়নের বিপক্ষে জয় তুলেছে আর্সেনাল। তবে ২-১ গোলের জয়ের পরও খুশি নন দলটির কোচ মিকেল আর্তেতা। খেলোয়াড়দের তিনি সতর্ক করেছেন এবং শেষ সময় পর্যন্ত ধৈর্য রাখতে বলেছেন।
খেলা শুরুর পর ১৪ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেছিলেন আর্সেনালের অধিনায়ক মার্টিন ওডেগার্ড। ৫২ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে আর্সেনালকে আরও এগিয়ে দেন জর্জিনিও রুটার। এরপর ৬৪ মিনিটে ডিয়েগো গোমেজ প্রথম গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করে ব্রাইটন।
ম্যাচের পর আর্সেনাল কোচ আর্তেতা বলেছেন, ‘যখন আপনি শেষ মুহূর্তে গোল হজম করবেন, আগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে যা হয়েছে। তারপর আসলে আমরা আর কোনো কিছুই হজম করিনি। তারপর তারা যখন প্রথম শটেই গোল করে তখন অবশ্যই তারা ম্যাচে টিকে থাকে।’
‘কিন্তু তারপর আমাদের স্বাভাবিকভাবে সেই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। ধৈর্য ধরে বুঝতে হবে যে, ঠিক আছে, আপনি যদি ভালো না করেন, প্রতিপক্ষের বিরুদ্ধে দক্ষ না হন, তাহলে নিজের ক্ষেত্রে অবিশ্বাস্যভাবে ভালো হতে হবে। এ অবস্থায় ভালো একটি উপায় হবে সেটি।’
‘জয়ের জন্য ওই ইচ্ছাটাই থাকতে হবে। আমরা খুব করে জিততে চাই, এটা এমন যে, আমার যা আছে তা হারাতে চাই না। আমাদের গোল করে যেতে হবে এবং সেই ধৈর্য এবং ক্ষমতা দেখাতে হবে। আমাদের তৃতীয় গোলটি করা উচিত ছিল।’ বলছিলেন আর্সেনালের স্প্যানিশ কোচ আর্তেতা।
টেবিলে এখনও সুবিধাজনক অবস্থায় আছে আর্সেনাল। ১৮ ম্যাচে ১৩ জয়ে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল। সমান সংখ্যক ম্যাচে সমান জয়ে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ৩৯ পয়েন্ট নিয়ে তিনে অ্যাস্টন ভিলা।









