প্রথম টি-টুয়েন্টিতে দুর্দান্ত বল করে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন ভারতের বাঁহাতি পেসার আর্শদীপ সিং। দিল্লিতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এসেছিলেন ২৫ বর্ষী তারকা। বাংলাদেশের বিপক্ষে আবারও নামার আগে ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন অনেক, জানিয়েছেন ভবিষ্যতের বিষয়ে এত ভাবেন না। কালকের বিষয় কালকে দেখা যাবে।
দ্বিতীয় ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নামবে বাংলাদেশ ও ভারত। খেলা শুরু হবে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজে টিকে থাকার লড়াই।
সংবাদ সম্মেলনে আর্শদীপ জানালেন, ‘আমার খেলাটাকে উপভোগ করছি এবং জানি না কীভাবে দুই বছর চলে গেছে। সবসময় বর্তমানে থাকার চেষ্টা করি, জীবনের উত্থান-পতনগুলো বোঝার চেষ্টা করি, সেটাই আমার লক্ষ্য।’
‘আমার জীবনের মন্ত্র হল বর্তমানে থাকা। আজকে আমার ছুটির দিন, সুতরাং সেটা আমি উপভোগ করব। কালকের বিষয় কাল দেখা যাবে। টি-টুয়েন্টি বিশ্বকাপের এখনও দুই বছর বাকি, সেটা অনেকদূর এবং ভবিষ্যতের বিষয়ে আমি এতটা ভাবি না।’









