প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে শুরুতে তাল মেলাতে না পারলেও ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিচ্ছে আর্সেনাল। জয়ের ধারায় ফিরেছে মিকেল আর্তেতার দল। চেনাছন্দের আর্সেনাল কতটা ভয়ংকর হতে পারে, দেখল ওয়েস্টহ্যাম ইউনাইটেড। প্রিমিয়ার লিগে রেকর্ড ছুঁয়ে গানাররা ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে ওয়েস্টহ্যামকে।
লন্ডন স্টেডিয়ামে শনিবার রাতে দুদল মিলিয়ে করা ৭ গোলই হয়েছে প্রথমার্ধে। গতবারের রানার্সআপদের পাঁচ গোলদাতা হলেন- গ্যাব্রিয়েল ম্যাগেলান, লিয়েন্দ্রো ট্রসার্ড, মার্টিন ওডেগার্ড, কাই হাভার্টজ ও বুকায়ো সাকা। ওয়েস্টহ্যামের হয়ে অ্যারুন ওয়ান-বিসাকা ও এমারসন গোল দুটি করেছেন।
প্রিমিয়ার লিগের ইতিহাসে আগে তিনটি ম্যাচে প্রথমার্ধে সমান ৭ গোল হয়েছিল; ১৯৯৭ সালের সেপ্টেম্বরে ব্ল্যাকবার্ন রোভার্স-লিডস ইউনাইটেড (প্রথমার্ধে ৩-৪), ২০০৭ সালের এপ্রিলে ব্র্যাডফোর্ড সিটি-ডার্বি কাউন্টি (প্রথমার্ধে ৪-৩) ও ২০১২ সালের ডিসেম্বরে রিডিং-ম্যানচেস্টার ইউনাইটেড (প্রথমার্ধে ৩-৪)।
রেকর্ড ছুঁয়ে আর্সেনাল কোচ আর্তেতা বলেছেন, ‘এই রেকর্ডটি জানতাম না। তবে এটা বলতে পারি, ম্যাচের প্রথমার্ধ ছিল পাগলাটে। দুদলই গোলের জন্য সমানে সমান লড়েছে, নিজেদের দক্ষতা দেখিয়েছে। ম্যাচের ৩০ মিনিট ছিল দর্শনীয়। আমারা কী চাই তা এখন স্পষ্ট। দলটির উদ্দেশ্য, সংকল্প এবং গুণমান যা আমরা নিশ্চিত করার চেষ্টা করি। বিভিন্ন উপায়ে তিনটি দুর্দান্ত গোল করা এবং তারপর চতুর্থটিও দুর্দান্ত উপায়ে করা, দারুণ ব্যাপার।’
জয়ে পয়েন্ট টেবিলে একধাপ উন্নতি হয়েছে আর্সেনালের। ১৩ ম্যাচে পয়েন্ট ২৫। টেবিলে নিচের দিক থেকে সপ্তমস্থানে আছে ওয়েস্টহ্যাম। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।









