আর্সেনালের ফরাসি তারকা উইলিয়াম সালিবা বিশ্বাস করেন তার ক্লাব এবার অসাধ্য সাধন করতে পারে। ঐতিহাসিক কোয়াড্রপল শিরোপা জেতার সম্ভাবনা রয়েছে দলটির। ইংলিশ প্রিমিয়ার লিগে সবার শীর্ষে আসেনাল। চ্যাম্পিয়ন্স লিগেও সবার উপরে ইংলিশ ক্লাবটি। এছাড়া দলটি কারাবাও কাপের সেমিফাইনালে উঠেছে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে।
স্প্যানিশ কোচ মিকেল আর্তেতার ছয় বছরে মাত্র একটি মেজর শিরোপা জিতেছেন। ২০২০ সালে এফএ কাপের পর আর কোনো শিরোপা জিততে পারেননি আর্তেতা। যখন সালিবার কাছে আর্সেনালের চার শিরোপা জয়ের ব্যাপারে বলা হয় তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই আমরা জিততে পারি। কারণ আমরা জানি যে প্রতিযোগিতায় আমরা খেলি, সেখানে আমাদের জয়ের সম্ভাবনা আছে।’
‘গত তিন মৌসুমে আমরা প্রিমিয়ার লিগ জয়ের কাছাকাছি ছিলাম। গত মৌসুমে আমরা চ্যাম্পিয়ন্স লিগ এবং কারাবাও কাপের সেমিফাইনালেও খেলেছিলাম। তাই আমরা জানি যে প্রতিটি প্রতিযোগিতা জিততে পারি। কিন্তু আমাদের মাঠে তা দেখাতে হবে এবং এখনই ট্রফি জিততে হবে।’
গত মৌসুম থেকে শিক্ষা নিতে চান জানিয়ে সালিবা বলেন, ‘আমরা কারাবাও কাপের সেমিফাইনালে আছি। আমাদের জন্য তিনটি খেলা বাকি আছে এবং আমাদের জানুয়ারিতে চেলসির বিরুদ্ধে কাজটি করতে হবে। এটি একটি বড় খেলা হবে, বড় ডার্বি, আমাদের এগিয়ে যেতে হবে। আমরা জানি যে আমাদের গত মৌসুম থেকে শিক্ষা নিতে হবে।’
‘আপনার ক্যারিয়ারের শেষে আমরা আমাদের ট্রফি গণনা করি, এবং কারাবাও কাপ তাদের মধ্যে একটি। এখন আমরা সেমিফাইনালে আছি এবং অবশ্যই আমরা এই প্রতিযোগিতাটি জিততে চাই। যেমন আমরা খেলি প্রতিটি প্রতিযোগিতার মতো।’









