কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে সেমিফাইনালের মঞ্চে ওঠে আর্সেনাল। ডেকলান রাইসের অবিশ্বাস্য দুটি ফ্রি-কিক সেই ম্যাচের ভাগ্য বদলে দিয়েছিল। এবার পিএসজির মাঠে ফাইনালে ওঠার শেষ লড়াইয়ে তেমনই বিশেষ কিছু করার আশায় আছেন ইংলিশ ক্লাবটির এই মিডফিল্ডার।
ফরাসিদের ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে বুধবার আর্সেনালের মুখোমুখি হবে পিএসজি। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মাঠের লড়াই। প্রথম লেগে গানার্সরা পিছিয়ে ১-০তে।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে রিয়ালকে ৩-০তে উড়িয়ে দেয় আর্সেনাল। যার পুরো কৃতিত্ব রাইসের। তার চোখধাঁধানো দুটি ফ্রি-কিকে পিছিয়ে পড়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি এই প্রতিযোগিতায় রেকর্ড ১৫ বারের শিরোপাধারী রিয়াল। পরে লস ব্লাঙ্কোসদের মাঠে ২-১তে হারিয়ে দেয় আর্সেনাল।
শেষ চারের প্রথম লেগেও দারুণ লড়াই করে আর্সেনাল। কিন্তু ম্যাচের শুরুতে উসমান দেম্বেলের করা গোলটি শোধ করতে পারেনি তারা। ফিরতি লেগ প্রতিপক্ষের মাঠে হওয়ায় স্বাভাবিকভাবেই বাড়তি চাপে থাকবে দলটি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রাইস বলেছেন, ‘কোচ এগুলোকে জাদুর মুহূর্ত বলে। তিনি সবসময় কাউকে জাদুর মুহূর্ত দেয়ার কথা বলেন। আমার মনে হয় মাদ্রিদের বিপক্ষে সেই খেলায়, স্পষ্টতই আমি দুটি ফ্রি কিক তৈরি করতে পেরেছিলাম, যা অবিশ্বাস্য ছিল। কিন্তু আগামীকাল রাতে (পিএসজির বিপক্ষে ম্যাচে) আরও একটি জাদুর মুহূর্ত খুঁজে বের করতে হবে। আশা করি আমরা আবারও এমন কিছু করতে পারব। এই মুহূর্তে জয়ের জন্য এমন একটি মুহূর্ত খুব প্রয়োজন।’









