ম্যানচেস্টার সিটির বিপক্ষে পরাজয়ের পথেই ছিল আর্সেনাল। ম্যাচজুড়ে লিড ধরে রেখেছিল পেপ গার্দিওলার দল। তবে নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময়ে গোল করে হার এড়াল মিকেল আর্তেতার শিষ্যরা।
এমিরেটস স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করেছে ম্যানসিটি ও আর্সেনাল। সিটিজেনদের হয়ে গোলটি করেন আর্লিং হালান্ড, গানার্সদের হয়ে গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি।
ম্যাচজুড়ে বল দখলে আধিপত্য ছিল আর্সেনালের। ৭০ শতাংশ বল পায়ে রাখলেও ম্যাচের ৯ মিনিটে গোল হজম করে আর্সেনাল। ম্যানসিটিকে লিড এনে দেন হালান্ড। পুরো ম্যাচে একের পর এক আক্রমণ চালালেও নির্ধারিত সময়ে আর কোনো গোল করতে পারেনি কোনো দল। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে এবেরেচি এজের অ্যাসিস্টে গোল করে গানার্সেদের সমতায় ফেরায় মার্টিনেলি। পরে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।









