প্রিমিয়ার লিগে মৌসুমটা ভাল যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। ৩টা হারে টেবিলের নিচের দিকে সিটির অবস্থান। অন্যদিকে টানা ৪ জয়ে শীর্ষস্থান বহাল রেখেছে আর্সেনাল। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে আর্সেনাল। এস্টনভিলার বিপক্ষে ১-০ গোলে হেরেছে ম্যানসিটি।
এমিরাটস স্টেডিয়ামে ম্যাচের ৩৯ মিনিটে এবেরেচি এজের গোলে এগিয়ে যায় আর্সেনাল। এর পর ম্যাচে কোন দল জালের দেখা না পেলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

ঘরের মাঠ ভিলা পার্কে ম্যাচের ১৯ মিনিটে ম্যাটি কেশের গোলে এগিয়ে যায় এস্টনভিলা। পুরো ম্যাচে বেশ আক্রমণাত্মক খেললেও গোলের দেখা পায়নি পেপ গার্দিওলার শিষ্যারা। হার নিয়া ফিরতে হয় সিটির।

দিনের অন্য ম্যাচে ঘরের মাঠ ভাইটালিটি স্টেডিয়ামে সফরকারী নটিংহ্যাম ফরেস্টকে ২-০ গোলে হারায় বোর্নমাউথ। ম্যাচের ২৫ মিনিটে মার্কাস ট্যাভার্নিয়ারের গোলে এগিয়া যায় ফরেস্ট। ম্যাচের ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এলি ক্রুপি।

৯ ম্যাচে ৭ জয় ও ১টি করে হার ও ড্রতে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৯ ম্যাচে ৫ জয় ৩ ড্র ও ১ হারে ১৮ পয়েন্ট নিয়া দ্বিতীয় স্থানে বোর্নমাউথ। ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে সান্ডারল্যান্ড, ১৬ পয়েন্ট নিয়ে চারে ম্যানচেস্টার সিটি, সমান পয়েন্ট নিয়ে পাঁচে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ১৫ পয়েন্ট নিয়ে ছয়ে লিভারপুলের অবস্থান।









