ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। মিকেল আর্তেতার শিষ্যরা ম্যাচের প্রথমার্ধের শেষদিকে ইউনাইটেডের ব্রুনো ফের্নান্দেজের অসাধারণ এক ফ্রি-কিকে পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে তা শোধ করেন ডেকলান রাইস। গুরুত্বপূর্ণ সময়ে পয়েন্ট হারালেও দলটি শিরোপার লড়াইয়ে টিকে আছে, মনে করছেন গানার কোচ আর্তেতা।
প্রিমিয়ার লিগে গত তিন ম্যাচে টানা পয়েন্ট খোয়াল আর্সেনাল। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান এখন ১৫। ১ ম্যাচ বেশি খেলে ২৯ ম্যাচ শেষে অলরেডদের পয়েন্ট ৭০। আর্সেনালের ৫৫।
আর্সেনালের শিরোপার দৌড় শেষ কিনা এমন প্রশ্নে আর্তেতা বলছেন, ‘সেটা বলতে চাই না। হতাশা হল আমরা জিততে পারিনি। আমরা প্রয়োজনীয়তা বুঝি এবং প্রতিটি ম্যাচ জেতার ক্ষুধা আমাদের রয়েছে। আমার মনে হয় না এ বিষয়ে কথা বলার এটা সঠিক সময়।’
শেষদিন পর্যন্ত আর্সেনাল চেষ্টা চালিয়ে যাবে, এমন বলছেন ডেকলান রাইস। বলেছেন, ‘আমাদের কোচ যেমন বলেছেন, আমরা মৌসুমের শেষদিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব। পুরো মৌসুমে লিভারপুল অসাধারণ খেলেছে। আমরা আর্সেনাল। আমরা বেশকিছু চোটে ভুগেছি। আমরা চালিয়ে যাব এবং এটা আমাদের জন্য ঠিক আছে।’









