লিভারপুল ও আর্সেনাল, দুদলই আছে দারুণ ছন্দে। জয় দিয়ে শুরু মৌসুম শুরু করা দল দুটি প্রথম দুম্যাচেই জয় তুলে নিয়েছে। তৃতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হয় । প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট ক্লাবের লড়াইয়ে পরাজয় দেখেছে আর্সেনাল। অ্যানফিল্ড থেকে পূর্ণাঙ্গ তিন পয়েন্ট আদায় করে নিয়েছে লিভারপুল।
রোববার ১-০ গোলে স্বাগতিক আর্সেনালকে হারায় লিভারপুল। অল রেডসদের হয়ে গোল করেন ডমিনিক সোবোসলাই। জয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে চেলসি। ৬ পয়েন্ট নিয়ে তিনে আর্সেনাল।
ম্যাচের শুরুতেই আর্সেনালের উইলিয়াম সালিবা চোট পেয়ে মাঠ ছাড়েন। সমান তালে খেলতে থাকে দুদল। আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকলেও কেউ কারো রক্ষণ ভাঙতে পারেনি। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে দুদল একাধিক সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি। ৮৩ মিনিটে অল রেডসদের গোল এনে দেন সোবোসলাই। ফ্রি কিকে জাল খুঁজে নেন তিনি। ২৫ গজ দূর থেকে তার শট পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়। ঝাঁপিয়েও নাগাল পাননি আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া। পরে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।









