ইকুয়েডরের ১৬ বর্ষী দুই যমজ বিস্ময়বালককে দলে টানল আর্সেনাল। ইংলিশ ক্লাবটি চুক্তিও সেরে ফেলেছে ইন্ডিপেন্ডিয়েট ডেল ভাল্লেতে খেলা দুই ভাই এডউইন কুইনতেরো ও হোলগার কুইনতেরোর সাথে। চুক্তি কার্যকর হবে দুবছর পর।
চলতি সপ্তাহে কুইনতেরো ভাইরা লন্ডনে আর্সেনালে ঠিকানা গড়তে কাগজের কাজ সেরেছেন। দুজনই ১৮ বছর বয়সে ইউকুয়েডরের ক্লাবটি থেকে ২০২৭ সালের আগস্টে গানারদের ডেরায় আসবেন।
ইউরোপীয় সংবাদমাধ্যম বলছে, ক্লাবের বয়সভিত্তিক দলে খেলছেন দুই ভাই। ১৫ বছর বয়সে ইকুয়েডরের ক্লাবে নাম লেখান তারা।
হোলগার অ্যাটাকিং মিডফিল্ডার ও এডউইন রাইট উইঙ্গার। এডউইন ইকুয়েডরের বয়সভিত্তিক দলে ১৬ ম্যাচ খেলে ৪ গোল করেছেন। হোলগার ৬ ম্যাচ খেলে গোলশূন্য আছেন।
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে এপর্যন্ত শীর্ষে আছে মিকেল আর্তেতার আর্সেনাল। পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি পিছিয়ে আছে পাঁচ পয়েন্টে।








