চ্যাম্পিয়ন্স লিগে পঞ্চম রাউন্ডে বুধবার রাতে হেরে বসেছে বায়ার্ন মিউনিখ। আর্সেনালের কাছে ৩-১ গোলের আটকে যাওয়া জার্মান জায়ান্টদের চলতি মৌসুমে প্রথম পরাজয়। সব প্রতিযোগিতা মিলেই এটি বায়ার্নের মৌসুমে প্রথম হার। অবশ্য আতঙ্কিত না হওয়ার পরামর্শ বাভারিয়ানদের ফরোয়ার্ড হ্যারি কেনের।
কেন বলেছেন, ‘মৌসুমে এটি আমাদের প্রথম হার এবং এই হার নিয়ে আমরা খুব বেশি আতঙ্কিত হতে চাই না। তবে হারটি থেকে আমরা অবশ্যই শিখব। তারা প্রথম এবং দ্বিতীয় বল জিতেছে, সেট পিস জিতেছে। আমরা জানি সেট পিসে তারা কতটা ভয়ঙ্কর হতে পারে। তবে আমি নিশ্চিত, চ্যাম্পিয়ন্স লিগে শেষ রাউন্ডের দিকে আমরা তাদের দেখে নেব।’
‘তারা প্রায় পুরো মাঠেই একজনের জন্য একজনকে ডিফেন্ড করেছে। যেমন বলেছি, আমার মনে হয় না এখন আতঙ্কিত হওয়ার সময়। আমরা চেলসি, পিএসজি এবং আর্সেনালের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে নেমেছি। বেশিরভাগ খেলা জিতেছি।’
ইংল্যান্ড অধিনায়ক ইংলিশ ক্লাবের কাছে হেরে আরও বলেছেন, ‘ম্যাচটি কঠিন হবে আগে থেকেই আশা করেছিলাম। প্রথমার্ধে লড়াইটা ভালো ছিল, যা মোটামুটি সমান ছিল। দ্বিতীয়ার্ধে আমাদের আগের মতো শক্তি বা তীব্রতা ছিল না এবং আমরা অনেক লড়াই হেরেছি।’
চ্যাম্পিয়ন্স লিগে পঞ্চম রাউন্ডের রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে বায়ার্ন মিউনিখকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল। জুরিয়েন টিম্বারের গোলে ২২ মিনিটে এগিয়ে যায় গানাররা। ৩২ মিনিটে লিনার্ট কার্লের গোলে সমতায় ফেরে বাভারিয়ানরা। আর্সেনালের পরের দুই গোল করেন রিকার্ডো ক্যালাফিওরি এবং মাদুইকে।









