২০২৫ সালে মেয়েদের ব্যালন ডি’অরের জন্য আর্সেনালের মেয়েদের দলের ৭ জন মনোনীত হয়েছেন। সবসময় এগিয়ে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের মাত্র দুজন এবার স্থান পেয়েছেন। বুধবার ৩০ জনের তালিকা প্রকাশ করেছে ব্যালন ডি’অর দেয়া ফ্রান্স সাময়িকী।
মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনীত গানাররা হলেন- লিয়াহ উইলিয়ামসন, ক্লো কেলি, মারিয়ানা ক্যালডেন্টি, অ্যালেসিয়া রুসো, ফ্রিদা মানুম, স্টেপ ক্যাটলে এবং এমিলি ফক্স। এবার মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিতেছিল আর্সেনাল। দীর্ঘ ১৮ বছর পর দ্বিতীয় শিরোপা ঘরে তোলে তারা।
রুসো চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরো ২০২৫-এর শিরোপা জিতেছেন। মেয়েদের সুপার লিগে ক্যালডেন্টির সঙ্গে সর্বোচ্চ গোলদাতা তিনি। এবছর আর্সেনাল থেকে সর্বোচ্চ সংখ্যক খেলোয়াড় মনোনীত হয়েছে।
আর্সেনালের পর বার্সেলোনা থেকে ৬ জন ব্যালন ডি’অরের জন্য মনোনয়ন পেয়েছেন। তারা- অ্যালেক্সিয়া পুতেল্লাস, আইতানা বনমাতি। ঘরোয়া ট্রেবল জেতা চেলসি থেকে ৪ জন মনোনীত হয়েছেন, যার মধ্যে ইউরোজয়ী হান্নাহ হ্যাম্পটন রয়েছেন। হ্যাম্পটন ইয়াসিন ট্রফি ও লুসি ব্রোঞ্জের জন্য মনোনীত হয়েছেন।









