নতুন বছরের শুরুতে জয়ে দারুণ শুরু করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের আর্সেনাল। ব্রেন্টফোর্ডের মাঠে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছেড়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। দলটির কোচ আর্তেতা আশা করছেন, অসুস্থ হয়ে পড়া জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজ শিগগিরই ফিরবেন।
শুরুতে গোল হজম করে ব্রেন্টফোর্ডের মাঠে ১-০তে পিছিয়ে পড়েছিল গানাররা। ব্রায়ান এমবুয়েমোর গোলে শুরুতে পিছিয়ে পড়ার পর সমতা আনেন গাব্রিয়েল জেসাস। দ্বিতীয়ার্ধে মিকেল মেরিনো ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি গোল করে নিশ্চিত করেন ৩ পয়েন্ট।
জয়ের পর আর্তেতা বলেছেন, ‘কাই ব্রেন্টফোর্ডের বিপক্ষে খেলতে পারেনি। বিষয়টিতে মোটেও ভালো বোধ করছেন না এবং তার চোটের খুব স্পষ্ট লক্ষণ ছিল। আপাতত তাকে দূরে রাখা হয়েছে, তাকে একটি গাড়িতে করে লন্ডনে পাঠানো হয়েছে।’
‘ফুটবলে এসব ঘটনা ঘটে থাকে। এ সময়ের মধ্যে গলায় সংক্রমণ, ভাইরাস ইত্যাদি হয়। তাই যতটা সম্ভব দেরিতে দল দেয়ার চেষ্টা করছিলাম। কারণ সকালে উঠে এমন দেখার পর দুর্ভাগ্যবশত অবাক হতে পারেন। আশা করছি খুব দ্রুতই সে সেরে উঠবে।’
জয়ে লিভারপুলের সঙ্গে ব্যবধান ৬ পয়েন্টে নামিয়ে আনল আর্সেনাল। ১৯ ম্যাচে ১১ জয় ও ৬ ড্রয়ে আর্তেতার দলের পয়েন্ট ৩৯। এক ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। তিনে নেমে গেছে নটিংহ্যাম ফরেস্ট। চারে চেলসি।








