বলিউড তারকা ও বিজেপি নেত্রী কঙ্গনা রানাউতকে চড় মেরে বৃহস্পতিবার থেকে আলোচনায় চণ্ডীগড় বিমানবন্দরের নিরাপত্তারক্ষী কুলবিন্দর কৌর৷ যার কড়া মাশুল দিতে হচ্ছে তাকে।
চড় মারার অভিযোগে বৃহস্পতিবারই কুলবিন্দরকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। কঙ্গনার মামলার ভিত্তিতে শুক্রবার তাকে করা হলো গ্রেপ্তার।
সাংসদ কঙ্গনাকে শারীরিক হেনস্থা, গালাগাল করার মতো আরো কিছু অভিযোগে গ্রেপ্তার হলেন কুলবিন্দর। ঘটনায় হস্তক্ষেপ করেছেন ভারতের নারী কমিশনের প্রধান রেখা শর্মা।
কুলবিন্দরের গ্রেপ্তারিতে সরব নেটপাড়া। নিন্দার ঝড় উঠেছে রেখা শর্মার ভূমিকা নিয়েও। নেটপাড়ায় সিংহভাগই কুলবিন্দরের সমর্থনে সুর চড়িয়েছেন।
বৃহস্পতিবার চণ্ডিগড় বিমানবন্দরে কী হয়েছিলো? সিকিউরিটি একাংশের দাবি, বৃহস্পতিবার বিমানবন্দরে চেকিংয়ের সময় কুলবিন্দর কঙ্গনাকে একটি ট্রেতে ফোন রাখতে বললেও কঙ্গনা তা গ্রাহ্য করেননি। উল্টো এ নিয়ে তর্কাতর্কির মধ্যে কঙ্গনা ধাক্কা মারেন কুলবিন্দরকে। তার জেরেই এত ঘটনা।
এদিকে কঙ্গনার প্রতি আগে থেকেই বিরক্ত ছিলেন কুলবিন্দর৷ তিনি ভারতের কৃষক আন্দোলনকে সমর্থন করেন। আর কঙ্গনা এই কৃষক আন্দোলনকে বরাবরই তুচ্ছতাচ্ছিল্য করে মন্তব্য করেছেন। এমনকি কৃষককে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছিলেন কঙ্গনা রানাউত। এক্সে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘যারা এই সন্ত্রাসবাদীদের সমর্থন করছেন বা উসকানি দিচ্ছেন, তাদের প্রত্যেককে জেলে পাঠানো উচিত। এর আগে এ ধরনের সন্ত্রাসের ভয়েই নাগরিকত্ব অধিকার আইন কার্যকর করা যায়নি। আমি নিশ্চিত, কৃষি আইনও এভাবেই আটকে যাবে। ভোট দিয়ে আমরা জাতীয়তাবাদী সরকার এনেছি ঠিকই। তবে শেষ পর্যন্ত প্রতিবারই জিতে যাচ্ছেন এই জাতীয়তাবাদবিরোধীরাই।’
পুরুষ কৃষকদের পাশাপাশি নারীরাও সে সময় আন্দোলনে নেমেছিলেন। আর আন্দোলনরত নারীদের নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন কঙ্গনা। ‘নারীরা ১০০ রুপির জন্য কৃষকদের প্রতিবাদে যোগ দিয়েছেন’ অভিনেত্রীর এমন মন্তব্য সমালোচনার জন্ম দিয়েছিল। ধারণা করা হচ্ছে, চড়কাণ্ডের সূত্রপাত সেখান থেকেই।
এদিকে ঘটনার পর ওই নারী নিরাপত্তারক্ষীর একটি ভিডিও হয়েছে ভাইরাল। এক্সে ছড়িয়ে পড়া এক ভিডিওতে কুলবিন্দরকে বলতে দেখা যাচ্ছে, ‘আমি চড় মেরেছি, কারণ উনি (কঙ্গনা) কৃষক আন্দোলনের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন। উনি বলেছিলেন, নারীরা ১০০ রুপির জন্য কৃষকদের প্রতিবাদে যোগ দিয়েছিলেন। উনি কি সেখানে বসে ছিলেন? আমার মা কিন্তু প্রতিবাদে বসেছিলেন।’
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2024/06/kaur-kangana-750x536.jpg)







