কুমিল্লায় আওয়ামী লীগ নেতা এনামুল হক হত্যা মামলার অন্যতম প্রধান দুই আসামী আমান উল্লাহ ও সাইদসহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।
রোববার কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. আবদুল মান্নান এই তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল খাগড়াছড়ি জেলার পানছড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আমান উল্লাহ ও আবু সাইদ এজাহারনামীয় দুই ও তিন নম্বর আসামি। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে পুলিশ। গ্রেফতার অপর দু’আসামি- এজাহারনামীয় ৭ নম্বর আসামি কাজী নিজাম উদ্দিন ও ১০ নম্বর আসামি জাকির হোসেন। তাদেরকে আগেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জেলা পুলিশ সুপার মো. আবদুল মান্নান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে- নির্বাচন, মাদরাসা কমিটি, প্রতিপক্ষের মাদক সেবনের ভিডিও ভাইরাল করে দেয়ার বিষয় নিয়ে এনামুলের সাথে আসামিদের বিরোধিতা ছিল। গত শুক্রবার জুমার নামাজ পড়ে ফেরার পথে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় এনামুলের বাবা আবদুল ওয়াদুদ ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।







