যাত্রাবাড়ী জনপথ মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশের কনস্টেবল আশরাফ আলীকে (৪৭) ছুরিকাঘাতের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগ।
গত বুধবার জাহিদ হাসান এবং সুমন নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওয়ারী বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন।
গত ১৩ সেপ্টেম্বর রাতে রাজধানীর যাত্রাবাড়ী জনপথ মোড়ে দায়িত্বপালনকালে কনস্টেবল আশরাফ আলীকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজন ব্যক্তি ছুরি দিয়ে আশরাফের পিঠে আঘাত করে পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
মো. ছালেহ উদ্দিন বলেন, গ্রেপ্তাররা চলন্ত বাসের জানালা থেকে যাত্রীদের মালামাল ছিনতাইয়ে জড়িত। তাদের ১০-১২ জনের একটি গ্রুপ আছে বলে জানতে পেরেছি। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে এ ঘটনায় যারা জড়িত এবং তাদের মাধ্যমে পূর্বেও যেসব ঘটনা ঘটেছে সেসব বিষয়ে জেনে অচিরেই জড়িতদের আইনের আওতায় আনা হবে।
এক প্রশ্নে তিনি বলেন: জনপথ মোড়ে ট্রাফিক কনস্টেবলকে ছুরিকাঘাত করার পরপরই আমাদের টিম জড়িতদের শানাক্তে কাজ শুরু করে। এর ধারাবাহিকতায় এই ঘটনায় যারা জড়িত এরমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।









