স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান জানিয়েছেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
শনিবার (২২ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনে বিসিএস উইমেন নেটওয়ার্কের এজিএমে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এটা নিয়মিত প্রক্রিয়া। খুলনায় বাস কেন বন্ধ রয়েছে সে ব্যাপারে সঠিক তথ্য জানা নেই।
তিনি জানান, যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আছে বা বাহিনীতে আর থাকবেন না তাদের অবসরে পাঠানো হচ্ছে।
খুলনায় ২২ অক্টোবর বিএনপির বিভাগীয় সমাবেশ ঠেকাতে পুলিশ এক রাতে অর্ধশত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে বলে শুক্রবার প্রেস ব্রিফিংয়ে দাবি করেছিলেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।







