জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মাহবুবুল আলম হানিফসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল ২। আসামিদের ধরে ১৪ই অক্টোবর হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, চলতি সপ্তাহে আলোচিত কয়েকটি গুমের ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল করবে তদন্ত সংস্থা। আর জুলাই গণঅভ্যুত্থানে সংঘঠিত অপরাধের দায়ে অভিযুক্ত সকলকে বিচারের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।








