সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেছেন আদালত।
গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আগে আজ (৩০ সেপ্টেম্বর) সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসেন তিনি।
এরপর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন সাংবাদিক শফিক রেহমান।
২০১৫ সালের পল্টন থানায় পুলিশের করা এই মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল গ্রেফতার হন শফিক রেহমান। ৫ মাস কারাগারেও থাকতে হয়েছিল তাকে। পরে জামিনে মুক্তি পেয়ে ২০১৮ সালে যুক্তরাজ্যে চলে যান তিনি।









