জাতীয় সংসদ নির্বাচনের ঠিক পূর্বে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদের গ্রেপ্তার গণতন্ত্রের ওপর কুঠারাঘাতের শামিল বলে উল্লেখ করেছেন জনতা পার্টি বাংলাদেশ (জেপিবি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন।
আজ বুধবার (১০ ডিসেম্বর) জনতা পার্টি বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গোলাম সারোয়ার মিলন বলেন, শওকত মাহমুদকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে আসছি এবং নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছি—এমন সময় তার গ্রেপ্তার গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাধা বলে আমি মনে করি।
মিলন বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে এই দলের মহাসচিব হিসেবে, তিনি গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছিলেন। আমরা শওকত মাহমুদের মুক্তি কামনা করছি।
জেপিবির ভারপ্রাপ্ত মহাসচিব মো. আসাদুজ্জামান বলেন, সাংবাদিক শওকত মাহমুদ শুধু দলের মহাসচিব হিসেবে নয়, তিনি পেশাজীবী সমাজেরও একজন সম্মানিত ব্যক্তি। আমরা তাকে পেয়েছি একজন আদর্শিক ও নীতিবান মানুষ হিসেবে। গণতন্ত্রের উত্তরণে তার মতো মেধাবী মানুষ আজ দেশের জন্য বড়ই প্রয়োজন।
সভায় শওকত মাহমুদের মুক্তির দাবিসহ একজন প্রখ্যাত সাংবাদিককে এভাবে হেনস্থা করার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানানো হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন জেপিবির উপদেষ্টা শাহ মোহাম্মদ আবু জাফর, ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ, সিনিয়র অ্যাডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান খান, অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ, আলহাজ্ব এমএ ইউসুফ, যুগ্ম মহাসচিব এবিএম রফিকুল হক তালুকদার রাজা, ইকবাল কবীর, অ্যাডভোকেট শিউলি সুলতানা রুবি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহ মো. সোলায়মান প্রমুখ।









