দেশের গুণী নাট্য নির্মাতা অরণ্য আনোয়ার প্রথমবারের মতো সিনেমা বানালেন। ‘মা’ শিরোনামে এই সিনেমায় তিনি কেন্দ্রীয় চরিত্রে নায়িকা পরীমনিকে নিয়েছেন। আগামী মা দিবসকে কেন্দ্র করে ১৯ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
তার আগে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ছবিটির বিহাইন্ড দ্য সিন প্রকাশ করেছেন। এরইমধ্যে এসেছে ‘মা’ ছবির ট্রেলারও। এমন শিরোনামে সিনেমা নির্মাণের পেছনে নির্মাতার বক্তব্য এবং তাকে ঘিরে অন্য শিল্পী-নির্মাতাদের মন্তব্যও দেখা গেছে।
নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, ‘শুরু থেকেই আমি চেয়েছি ছবিটি মা দিবসেই মুক্তি পাক। পৃথিবীর সকল মায়ের প্রতি উৎসর্গ করে নির্মিত সিনেমা। এর গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প।
এদিকে, প্রথম সিনেমা মুক্তির দিন যত ঘনিয়ে আসছে নির্মাতা বারবার আবেগঘন হয়ে পড়ছেন। নিজের মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে অরণ্য আনোয়ার লিখেছেন, ‘আম্মা এখন ৯৬ বছরের উদ্যমী নারী। আমি তাকে বৃদ্ধা বলতে রাজী নই। কারণ, এখনও তিনি ঘরের সব কাজ করেন। বই পড়েন। নামাজ আদায় করেন। কোরআন পড়েন।’
স্মৃতির ঝাঁপি খুলে বিখ্যাত নূরুল হুদা সিরিজের নাটকের এই নির্মাতা বলেন, ‘যতদূর মনে পড়ে আমরা সপরিবারে (ভাই, বোন, বাবা-মা) একসঙ্গে বলাকা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছিলাম ‘ঘর সংসার’। সেটা আনুমানিক চল্লিশ বছর আগের কথা। চল্লিশ বছর পর আবার আম্মাকে নিয়ে হলে সিনেমা দেখবো। চল্লিশ বছর আগে আমি আম্মার হাত ধরে হলে গিয়েছিলাম। চল্লিশ বছর পরও আমি আম্মার হাত ধরেই হলে যেতে চাই।’
ব্যক্তিগত অনুভূতির কথা উল্লেখ করে নির্মাতা বলেন, ‘আগামী ১৯ মে। আমাদের সিনেমা ‘মা’ মুক্তি পাবে। ভীষণভাবে মিস করবো বড় আপা, বড় দুলাভাই আর মেঝ দুলাভাইকে। তারা আজ পরপারে।’
পরীমনি ছাড়াও মা সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন।








