‘নুরুল হুদা একদা ভালোবেসেছিল’, ‘অতঃপর নুরুল হুদা’ এবং ‘আমাদের নুরুল হুদা’ নাটকগুলোর কথা আজও মনে রেখেছেন অনেক দর্শক। এসব ধারাবাহিক নাটক পরিচালনায় পরিচিতি পেয়েছিলেন অরণ্য আনোয়ার। ক্যারিয়ারে প্রায় দুই যুগ পার করে এই নির্মাতা এবারই প্রথম ‘মা’ নামে একটি সিনেমা পরিচালনা করছেন।
দুই যুগের ক্যারিয়ারে অরণ্য আনোয়ারের বানানো বহু নাটক থেকে উঠে এসেছেন আজকের জনপ্রিয় অনেক তারকা। হুমায়ূন আহমেদ পরবর্তী মাহফুজ আহমেদ যেসব নির্মাতার নাটকে কাজ করে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন তাদের মধ্যে অন্যতম অরণ্য আনোয়ার।
কেন এত দেরিতে সিনেমা পরিচালনা করছেন জানতে চাইলেন অরণ্য আনোয়ার শাবনূরকে টেনে আনেন! চ্যানেল আই অনলাইনকে বলেন, ২০১০ সালেই একটি সিনেমা করতে চেয়েছিলাম। সেই সিনেমায় শাবনূর চূড়ান্ত ছিলেন। কিন্তু তিনি কাজটি করেননি।
১০ বছর আগেই ডিজিটাল ফরম্যাটে সিনেমা বানাতে চেয়েছিলেন উল্লেখ করে অরণ্য আনোয়ার বলেন, মহরতের দিন শাবনূর জানায় সে থার্টিফাইভ ছাড়া শুটিং করবে না। শাবনূর না করায় সিনেমাটি আর করা হয়নি। বিধায় আমার সিনেমাতে বানাতে দেরি হলো। এরপর কেটে গেছে ১১ বছর। আমার প্রথম সিনেমায় রুনা খান, নওশাবা, অর্ষা অনেককেই ভাবলেও অবশেষে পরীমনিকে পেলাম। এখন ডিজিটালভাবে খরচ বেশী হলেও এরি এলেক্সা ক্যামেরায় শুটিং করছি।
অরণ্য আনোয়ার বলেন, শুটিংয়ের আগে ভেবেছিলাম নাটকের মতো লাগবে সিনেমার শুটিং করতে। কিন্তু শুটিং করতে গিয়ে নতুন অভিজ্ঞতা হচ্ছে। ডিওপি, সেট ডিজাইনার, লাইন প্রডিউসার সবার সঙ্গে কাজ করে মনে হচ্ছে সিনেমা একেবারেই আলাদা। মঞ্চের সঙ্গে টিভির যেমন সম্পর্ক নেই তেমনি নাটকের সঙ্গে সিনেমার সম্পর্ক নেই। আমার বিশ্বাস আমার প্রথম সিনেমা থেকে অডিয়েন্স একটি পরিশুদ্ধ গল্প পাবেন। সেই চেষ্টাই করছি।
যুদ্ধকালীন একজন মা ও একটি বাচ্চার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে অরণ্য আনোয়ারের সিনেমা ‘মা’। মায়ের চরিত্রে অভিনয় করবেন পরীমনি। গাজীপুরের কাপাসিয়াতে ইতোমধ্যে পাঁচদিন শুটিং করছেন অরণ্য আনোয়ার। পরের লটে পরীমনির অংশ নেয়ার কথা। বর্তমানে শুটিং করছেন আবুল কালাম আজাদ, সাজু খাদেম, জুঁই করিম, শাহাদৎ হোসেনসহ অনেকে।
বুধবার শুটিং স্পটে কথা হয় পরিচালকের সঙ্গে। তিনি বলেন, পরীমনি সম্পর্কে আগে তেমন ধারণা ছিল না। ঢাকার বোটক্লাবে তার সঙ্গে যে ঘটনা ঘটে সেখান থেকে তার প্রতিবাদের বিষয়টি আমাকে ছুঁয়ে যায়। সে কত বড় অভিনেত্রী সেটা আমার কাছে ম্যাটার করে না। বরং ব্যক্তিগতভাবে প্রভাবশালীদের সঙ্গে তার লড়াইয়ের সাহসকে শ্রদ্ধা বাড়িয়েছে। পরে সে জেলে গেলে দেশের মানুষের তার প্রতি যে অনুভূতির সৃষ্টি হয় এবং তাকে নিয়ে যে আলোচনা তৈরি হয় সেই কারণে পরীমনিকে নিয়েছি।
অরণ্য আনোয়ার বলেন, আগামী বছরের মাঝামাঝি সময়ে ‘মা’ মুক্তি দিতে চাই। পোস্ট প্রডাকশনে জটিল কাজ আছে। সবকিছু গুছিয়ে শেষ করতে করতে সিনেমার বাজেট কোটির কাছাকাছি চলে যাবে। প্রথম সিনেমায় কোনো কার্পণ্য করছি না।







