সাবেক সেনা কর্মকর্তা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসির) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান নিউমার্কেট থানায় হত্যা মামলায় ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ শুক্রবার (১৬ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আরফাতুল রাকিব তার রিমান্ডের আদেশ দেন।
এর আগে তাকে শুনানির জন্য আদালতে হাজির করে জিয়াউলের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জানায়, আজ সকালে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল।
ডিএমপি জানায়, গোপন খবরের ভিত্তিতে গতকাল গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে নিউমার্কেট থানায় রুজু করা মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়।
গত ৬ আগস্ট মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। মেজর জেনারেল জিয়াউল আহসান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন। তিনি ২০২২ সাল থেকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি ওই কোম্পানির পরিচালক ছিলেন।
এর আগে ২০০৯ সালে তিনি র্যাব-২ এর ভাইস-ক্যাপ্টেনের দায়িত্ব পান। একই বছর তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেয়ে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক নিযুক্ত হন।









