উত্তর পাকিস্তানে সেনাবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। সোমবার ১ সেপ্টেম্বর সকাল ১০ টায় গিলগিট বালতিস্তানের দিয়ামার জেলার একটি পাহাড়ি পর্যটন এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
সোমবার ১ সেপ্টেম্বর পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টারটি নিয়মিত প্রশিক্ষণের সময় উড্ডয়নের সময় কারিগরি ত্রুটি দেখা দেয় এবং বিধ্বস্ত হয়। এতে থাকা দুই পাইলট, দুই ক্রু এবং একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন।
পাকিস্তান আইএসপিআর জানিয়েছে, নিহত ক্রু সদস্যরা হলেন- পাইলট ইন কমান্ড মেজর আতিফ, সহ-পাইলট মেজর ফয়সাল, ফ্লাইট ইঞ্জিনিয়ার নায়েব সুবেদার মকবুল এবং ক্রু প্রধান হাবিলদার জাহাঙ্গীর ও নায়েক আমির।
জেলার একজন পুলিশ কর্মকর্তা এর আগে বলেছিলেন, নতুন প্রস্তাবিত হেলিপ্যাডে পরীক্ষামূলক অবতরণের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।









