সেনাবাহিনীর মেজর মেহেদী হাসান বলেছেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগুন জ্বলে থাকা অবস্থায় অনেককেই আমরা জীবিত উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেছি।
তিনি বলেন, উদ্ধার কার্যক্রম পরিচালনা করে সেনাবাহিনীর অনেকেই অসুস্থ হয়েছেন, তবে গুরুতর আহত কেউ নয়। এখনও অনেকে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
তিনি আরও বলেন, সেনাবাহিনীকে স্কুল কর্তৃপক্ষ এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যথাযথ সহযোগিতা করেছেন।









