আর্জেন্টিনার ক্লাব ইন্ডিপেন্ডিয়েটের মাঠে ম্যাচ চলাকালীন গ্যালারি সমর্থকদের মধ্যে সহিংসতা ঘটেছে। বৃহস্পতিবারের ঘটনায় এপর্যন্ত ২০ জন আহত, একজনের অবস্থা গুরুতর। ১০০ জনের বেশি সমর্থককে আটক করেছে আর্জেন্টিনা পুলিশ। লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল) ঘটনার তদন্ত শুরু করেছে।
ইউরোপা লিগের মতো লাতিন আমেরিকার আসর কোপা সৌদামেরিকানা। শেষ ষোলোর ম্যাচটির দ্বিতীয়ার্ধে চিলির ক্লাব ইউনিভার্সিদাদ দে চিলি ও ইন্ডিপেন্ডিয়েটের সমর্থকদের মধ্যে স্ট্যান্ডে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ১-১ সমতায় থাকা ম্যাচ বাতিল হয়।
আর্জেন্টিনার সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, দুজন সমর্থক আক্রমণ থেকে বাঁচতে গ্যালারির উপর থেকে লাফিয়ে পড়ছেন। অন্য এক ছবিতে দেখা যাচ্ছে, লাঠির আঘাতে মাথা ফেটে গেছে এক সমর্থকের। আবার কেউ কেউ আক্রমণকারী থেকে বাঁচতে দিকবিদিক ছোটাছুটি করছেন। সমর্থকরা এক পর্যায়ে মাঠেও নেমে আসেন।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিবৃতিতে জানিয়েছেন, ‘কোপা সৌদামেরিকানার ম্যাচ বাতিলের ঘটনায় তীব্র নিন্দা জানাই। ফুটবলে হিংসার কোন ঠাঁই নেই। ফুটবলার, সমর্থক, মাঠকর্মী থেকে আধিকারিক যারা ভয় উপেক্ষা করে সুন্দর আয়োজন করে।’









