সিলেট-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী যাত্রা শুরু করেছেন।
বুধবার (২২ অক্টোবর) জোহরের নামাজের পর হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি প্রচারণা কার্যক্রমের সূচনা করেন।
জিয়ারত শেষে আরিফুল হক চৌধুরী সমর্থকদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ করেন। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও তাঁর সমর্থকরা উপস্থিত ছিলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। আল্লাহ চাইলে জনগণের ভালোবাসা নিয়েই আমরা এগিয়ে যাব।









