২৪ ডিসেম্বর সন্ধ্যায় মুম্বাইয়ে ৪১ বছর বয়সী মেকআপ শিল্পী শুরা খানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন ৫৬ বছর বয়সী অভিনেতা আরবাজ খান। বিয়েতে সালমান-অর্পিতা সহ পরিবারের সবাই উপস্থিত ছিলেন। বাবার বিয়েতে হাজির ছিল আরবাজ-মালাইকার পুত্র আরহানও!
শুধু তাই নয়, বাবার বিয়েতে গিটার বাজিয়ে উপস্থিত অতিথিদেরও মুগ্ধ করেন ছেলে। বাবার দ্বিতীয় বিয়েতে বিশেষ পারফরমেন্স ছিলো আরহানের।
বাবার বিয়েতে আরহান হাজির ছিলেন কালো কোট এবং প্যান্টে! পুরো ব্ল্যাক লুক! ছেলে আরহানের গিটার বাজানোর পারফর্মেন্স মুগ্ধ হয়ে দেখেন আরবাজ। তিনি ঠাঁয় দাঁড়িয়ে থেকে ছেলের গিটার বাজানোর মুহূর্তটা ক্যামেরাবন্দি করেন। ঘুরে ঘুরে বানান ছেলের ভিডিও!
রবিবার মধ্যরাতে বিয়ের ছবি নিজেই শেয়ার করেন আরবাজ খান। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলোর ক্যাপশনে ছিল রোমান্টিক বার্তা। আরবাজ খান লিখেছেন, ‘আমাদের প্রিয়জনদের উপস্থিতিতে আমি এবং আমার মানুষটি আজ থেকে আজীবনের যাত্রা শুরু করলাম। আপনাদের প্রার্থনা ও শুভকামনা প্রয়োজন এই বিশেষ দিনে।’
সপ্তাহ খানেক আগেই শোনা গিয়েছিল আগামী বছর শুরার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন আরবাজ। তবে সবাইকে চমকে দিয়ে এবছরই শুভ কাজ সারলেন তারা। ‘পাটনা
শুক্লা’ সিনেমায় কাজ করার সময়েই ঘনিষ্ঠতা বেড়েছে আরবাজ ও শুরার। এর আগে ইতালীয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কে ছিলেন আরবাজ।
১৯৯৮ সালে মালাইকা অরোরার সঙ্গে গাঁটছড়া বাঁধেন আরবাজ। ২০১৭ সালে বিচ্ছেদ হয় তাদের। মালাইকা অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান।







