২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে বিশ্বকাপ। ৪৮ দল নিয়ে হতে চলা ফিফা আসরের আগে যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শনিবার ভোরে ১-০ গোলে ভেনেজুয়েলাকে হারিয়েছে আলবিসেলেস্তে দল।
মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি এসেছে অ্যাটাকিং মিডফিল্ডার জিওভান্নি লো সোলসোর থেকে। প্রথমার্ধের ৩১ মিনিটে আর্জেন্টিনার গোলটি করেন স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসে খেলা তারকা।
অবশ্য এদিন সেরা একাদশে ছিলেন না আর্জেন্টিনার নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি। পুরো ম্যাচে তাকে মাঠে নামানটি কোচ লিওনেল স্কালোনি। পাঁচটি পরিবর্তন করলেও তাতে ছিলেন না মেসি।
ম্যাচের পরিসংখ্যান কথা বলছে আর্জেন্টিনার পক্ষে। আর্জেন্টিনা মোট ১৯ শট নিয়েছে ভেনেজুয়েলার পোস্টমুখে, যার মধ্যে ১১টি ছিল গোলমুখে। ম্যাচের ৬৯ শতাংশ বল ছিল স্কালোনির শিষ্যদের দখলে। আটটি কর্নার আদায় করে নেয় বিশ্বচ্যাম্পিয়ন দলটি।
১৪ অক্টোবর পুয়ের্তোরিকোর বিপক্ষে পরের ম্যাচটি খেলবে আর্জেন্টিনা, মিয়ামিতেই খেলা, চেজ স্টেডিয়ামে।









